এক নজরে
কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ৪৩ টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত একাটুনা ইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।
ক)নাম-৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ।
খ)আয়তন-২০.৮২বর্গ কি:মি:
গ)লোকসংখ্যা: ১৭৩৫৩জন
ঘ)গ্রামের সংখ্যা: ৪৩টি
ঙ)মৌজার সংখ্যা: ২৫টি
চ)হাট/বাজারের সংখ্যা-৪টি
ছ)উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের মাধ্যমে
জ)শিক্ষার হার: ৩৬%(২০০১ সালের আদমশুমারী অনুসারে)
ঝ)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১২টি
ঞ)বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ০২টি
ট)উচ্চ বিদ্যালয়- ১টি নিম্ন মাধ্যমিক-২টি(জুনিয়র স্কুল ৩টি)
ঠ)জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্র-২টি
স্থানঃ মৌলভীবাজার সরকারী উচ্চবিদ্যালয় ও আলী-আমজাদ ও হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় ।
ড)মাদ্রাসা-০৭টি
ঢ)দায়িত্বরত চেয়ারম্যান-আবু সুফিয়ান
ন)গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-৩টি
ত)ঐতিহাসিক পর্যটন স্থান-২টি
থ)ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ২০০৬ইং
দ)নবগঠিত পরিষদের বিবরণ:
শপথ গ্রহনের তারিখ:১৭-৮-১১
প্রথম সভার তারিখ: ১৭/০৮/১১
মেয়াদ উত্তীর্নের তারিখ:
ধ)গ্রাম সমূহের নাম
১ নং ওয়ার্ড/১. বিরাইমাবাদ ,২. বরকাপন, ৩.করমু্ল্লাপুর, ৪. বুরিকোণা, ৫. চান্দর মহল, ।
২ নং ওয়ার্ড /১.খোজারগাও, ২. নারাইনপপুর,৩. ঘনশ্যামপুর, ৪. নবীনগর, ৫. দিগর দিশালোক।
৩ নং ওয়ার্ড /১. দিশালোক ২. বৈরীদলন, ৩. কানিয়া, ৪. বরবাড়ী , ৫. সাদতপুর,।
৪ নং ওযার্ড /১.উলুয়াইল, ২. মাতাবপুর, ৩. বাদে উলুয়াইল, ৪. লালাপুর, ৫.বানেশ্রী ।
৫ নং ওযার্ড /১. একাটুনা, ২. কচুয়া, ৩. দিগম্বরপুর ।
৬ নং ওয়ার্ড /১. মল্লিক সরাই, ২. উত্তর মুলাইম, ৩. ছালামতপুর , ৪.খিলগাও, ৫.দশহাল ।
৭ নং ওয়ার্ড /১. দক্ষিনবালী, ২. দনাশ্রী, ৩.তিলকর, ৪.নিধিরমহল ।
৮ নং ওয়ার্ড / ১. সিংকাপন, ২. গন্ডেহরি, ৩.বরমান, ৪.কুইসার, ৫. বানগাও, ৬.সাজিউরি ।
৯ নং ওয়ার্ড / ১.রায়শ্রী, ২.মনোহরকুনা,৩.দক্ষিণ সিংকাপন,৪.কামারকাপন,৫.দরিবরমান ।
ন)ইউনিয়ন পরিষদের জনবল
নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন
ইউনিয়ন পরিষদ সচিব: ১জন
ইউনিয়ন গ্রাম পুলিশ : ৯ জন
ইউনিয়ন দফাদার :১ জন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS